রোহিঙ্গাদের জন্য ভারত ও চীনের ত্রাণ পৌঁছেছে

রোহিঙ্গাদের জন্য ভারত ও চীনের ত্রাণ পৌঁছেছে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো ত্রাণ পাঠিয়েছে ভারত ও চীন।

বৃহস্পতিবার ভোরে তৃতীয় দফায় ৭শ’ টন ত্রাণ নিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস ঘড়িয়াল’ চট্টগ্রাম বন্দরে পৌঁছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। ভারত থেকে আসা ত্রাণের মধ্যে ৬২ হাজার প্যাকেট চাল, ডাল, চিনি, লবণ রয়েছে। এর আগে ১৪ সেপ্টেম্বর ৫৩ টন এবং পরদিন আরও ১০৭ টন ভারতীয় ত্রাণ আসে।

চীনও দ্বিতীয় দফায় সাড়ে ৫৩ টন ত্রাণ পাঠিয়েছে। সকালে চীনের একটি কার্গো বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রামের জেলা প্রশাসকের হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়ানজিয়ান।