জাতিসংঘ কর্মকর্তাদের রাখাইন সফরে মিয়ানমারের নিষেধাজ্ঞা

জাতিসংঘ কর্মকর্তাদের রাখাইন সফরে মিয়ানমারের নিষেধাজ্ঞা

শেয়ার করুন

রাখাইনএটিএন টাইমস ডেস্ক :

জাতিসংঘ কর্মকর্তাদের রাখাইন সফর বাতিল করে দিয়েছে মিয়ানমার সরকার। ইয়াংগুনে জাতিসংঘের মুখপাত্র বিবিসিকে জানান, তাদের কর্মকর্তাদের রাখাইন সফর বাতিল করার পেছনে কোন কারণ দেখানো হয়নি।রাখাইনবিবিসি জানায়, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলীমদের উপর নির্যাতনের তদন্ত করতে জাতিসংঘের পরিকল্পিত সফর হুট করেই বাতিল করে দেয় মিয়ানমার কর্তৃপক্ষ। মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা নিধনের পর এই প্রথম জাতিসংঘের সফর হতে যাচ্ছিলো এটি।

রাখাইনএদিকে রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পর থেকেই জাতিসংঘ ত্রাণ কর্মকর্তাদেরকে জোর করে বের রাখাইন রাজ্য থেকে বের করে দেয়া হয় বলে জানিয়েছে জাতিসংঘ।  গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৫ লাখ  লাখ রোহিঙ্গা।