রেইনট্রি হোটেলে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে মানবাধিকার কমিশন

রেইনট্রি হোটেলে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে মানবাধিকার কমিশন

শেয়ার করুন

sadman-shakifএটিএন টাইমস ডেস্ক:

বনানীর রেইন ট্রি হোটেলে ২ শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রাথমিক তদন্তে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে মানবাধিকার কমিশন। দুপুরে ওই হোটেল থেকে বেরিয়ে বিষয়টি নিশ্চিত করে কমিশনের তদন্ত কমিটি। সকাল ১০টা থেকে প্রায় আড়াইঘণ্টা রেইন ট্রি হোটেলে অবস্থান করেন তারা।

এই সময় হোটেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ঘটনার দিন যারা সেখানে দায়িত্ব পালন করছিল, তাদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। আগামী ১৫ দিনের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবেন বলেও জানান তারা। একই সময়ে ওই হোটেলে অভিযান চালিয়ে মাদক জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার এই ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের যথাক্রমে ৬ ও ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দু’জন ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।