রায়ের পর্যবেক্ষণে ইতিহাস বিকৃতি হয়েছে: আইনমন্ত্রী

রায়ের পর্যবেক্ষণে ইতিহাস বিকৃতি হয়েছে: আইনমন্ত্রী

শেয়ার করুন

আইনমন্ত্রী আনিসুলনিজস্ব প্রতিবেদক :

কারো একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়নি, এমন বক্তব্য ইতিহাস বিকৃতি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা অসদাচরণ কিনা খতিয়ে দেখার অবকাশ আছে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে চলমান আলোচনা-সমালোচনা-প্রতিবাদ কর্মসূচির মধ্যে রোববার রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসেও সেই প্রসঙ্গটিই চলে আসে। বাংলাদেশের স্বাধীনতা কোন একক ব্যক্তির নেতৃত্বে হয়নি রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির এমন বক্তব্য সম্পর্কে আইনমন্ত্রী মন্তব্য জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, অপ্রসাঙ্গিক ভাবে বিষয়টি এসেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বাধীনতা এসেছে বলেন তিনি।

প্রধান বিচারপতির ওই বক্তব্য বিষয়টি অসদাচরণ কিনা অথবা অসদাচরণ হলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, অসদাচরণ কিনা খতিয়ে দেখা যেতে পারে।

ষোড়শ সংশোধনীর রায়ে দেয়া প্রধান বিচারপতির অপ্রাসঙ্গিক বক্তব্য বাদ দেয়ার উদ্যোগ নেয়া হবে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, রিভিউয়ের মাধ্যমে সেটা করতে হবে। আর রায়ের পরেই ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাবে কিনা তা নিয়েও দ্বিমত আছে জানান মন্ত্রী।

এর বাইরে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে ৫৭ ধারার সব অসঙ্গতি-অস্পষ্টতা দূর হবে। সাংবাদিকদের আতংকের কিছু নেই।