রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে : আপিল বিভাগ

রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে : আপিল বিভাগ

শেয়ার করুন

হাইকোর্টনিজস্ব প্রতিবেদক :

নিম্ন আদালতের বিচারকদের চাকরীর শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার বিষয়ে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ।

সোমবার সকালে এ সংক্রান্ত শুনানিতে হাজির হন আইন মন্ত্রণালয়ের ২ সচিব জহিরুল হক ও শহিদুল হক। শুনানিতে এই বিধিমালা সংক্রান্ত, গেজেট প্রকাশের বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম আইন মন্ত্রণালয়ের নোটিশ আদালতকে পড়ে শোনান। সে সময় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সংক্রান্ত শুনানিতে মাজদার হোসেন মামলার ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বাকিটা সরকারের জন্য আটকে আছে। নিম্ন আদালতের পদন্নোতি-বদলি সরকারের হাতে থাকলে সেটি হবে ‘খড়গে’র মতো। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। এই সংক্রান্ত আইন সরকারকেই করতে হবে।

তিনি বলেন, বিচারকদের চাকরীর শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার বিষয়ে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।