সাভারে অবৈধ ইঞ্জিন কারখানার ট্যাংকি পরিষ্কার করার সময় শ্রমিক নিহত

সাভারে অবৈধ ইঞ্জিন কারখানার ট্যাংকি পরিষ্কার করার সময় শ্রমিক নিহত

শেয়ার করুন

সাভার প্রতিনিধি :

সাভারের হেমায়েতপুরে অবৈধ ইঞ্জিন অয়েল তৈরি কারখানার ট্যাংকি পরিষ্কার করার সময় এক শ্রমিক নিহত হয়েছেন এবং বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছেন আরো ৩ জন।

সোমবার সকালে মিন অয়েল লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে। এর পর থেকে মালিক মাসুদুল হক পালাতক রয়েছেন।

পুলিশ জানায়, ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে চার শ্রমিক গুরুতর অসুস্থ হন। এ সময় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে জাকির হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয় ও বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।