যুদ্ধাপরাধ : সাংসদ হান্নানসহ ৮ রাজাকারের বিচার শুরু

যুদ্ধাপরাধ : সাংসদ হান্নানসহ ৮ রাজাকারের বিচার শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানসহ ময়মনসিংহের ৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে এই মামলায় পলাতক ৩ আসামির গ্রেফতার বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।

এমপি হান্নান ছাড়াও আসামিদের মধ্যে কারাগারে আছেন হান্নানের ছেলেসহ ৪ জন।  আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া অন্য দুই রাজাকারের বিরুদ্ধেও মানবতা বিরোধী আদালতে চার্জগঠন হয়েছে।