‘বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য কেন আলাদা পরীক্ষা নয়’

‘বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য কেন আলাদা পরীক্ষা নয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে পড়া শিক্ষার্থীদের কেন আলাদা পরীক্ষা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার একটি রিটের শুনানিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি শেখ হাসান আরিফ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। একটি রিট আবেদনের পর এ  রুল দেয়া হয়।

রিট আবেদনে বলা হয়, মেডিকেল, বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম অনুযায়ী হয়, তা ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের পাঠ্যক্রম থেকে আলাদা। সেক্ষেত্রে ভর্তির সময় কেন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা সমান অধিকার পাবে না এবং কেন আলাদ প্রশ্নপত্র হবেনা।

এ বিষয়ে নির্দেশনা চেয়ে একজন অভিভাবক রিটটি দায়ের করেন। রিটে বিশ্ববিদ্যালয়গুলো এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।