‘যথাসময়ে নির্বাচন হবে, বিএনপির সঙ্গে আলোচনার প্রয়োজন নেই’

‘যথাসময়ে নির্বাচন হবে, বিএনপির সঙ্গে আলোচনার প্রয়োজন নেই’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন যথা সময়েই হবে, তাও আবার সংবিধান মোতাবেকই। তবে নির্বাচন কমিশন গঠন কিংবা প্রক্রিয়া নিয়ে বিএনপির সাথে আলোচনা করার সুযোগ নেই। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার হর্ষবধান শ্রিংলা সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান, আওয়ামী লীগের সাধারন সমাপাদক, এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামীলীগের নতুন সাধারন সম্পাদক হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর সেজন্যই তাকে অভিন্দন জানাতে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। সকাল সোয়া দশটা থেকে প্রায় ঘন্টাঘানেক চলে আলোচনা। তবে হাই কমিশণার দাবি করলেন, এটি নিছক সেৌজন্য সাক্ষাত। নতুন দায়িত্ব সুচারুভাবে পালন করবেন ওবায়দুল কাদের, এমন আশাবাদ তার।

তবে সাংবাদিকদের সাথে ওবায়দুল কাদেরের আলাপ কেবল সেখানেই সীমাবব্ধ ছিলনা। উঠে আসে, নতুন দায়িত্ব,পরবর্তী নির্বাচন, ভারতের সাথে অমিংমাসিত সমস্যার বিষয়ও। জানালেন, নির্বাচনের প্রস্তুতি এরই মধ্যে নেয়া শুরু করেছে তার দল।তবে নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনার ব্যাপারে তাদের আগ্রহ নেই।

বরাবরেই ওবায়দুল কাদের ছিলেন, দলের হাইব্রিড নেতাদের কঠোর সমালোচক। এবার পেলেন বড় দায়িত্ব। তাহলে তাদের বিরুদ্ধে এখন সাধারন সসম্পাদকের অবস্থান কি হবে?

এ বিষয় কাদের বলেন, বসন্তের কোককিলরা যেন দুঃসময়ের কর্মীদের কোণঠাসা না করতে পারে সে ব্যাপারে সজাগ রয়েছে সবাই।

ডিসেম্বরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিস্তার পানি বন্টন নিয়ে ইতিবাচক অগ্রগতি হতে হবে। এমন আশার কথাও জানান ওবায়দুল কাদের।

দেশটির সাথে বাংলাদেশের আস্থার সংকট এখন নেই বলেও দাবি করেন দলে নতুন দায়িত্ব পাওয়া এই সাধারন সম্পাদক।