ভূমধ্যসাগরে লিবিয় উপকূল থেকে ২৬ অভিবাসীর মরদেহ উদ্ধার

ভূমধ্যসাগরে লিবিয় উপকূল থেকে ২৬ অভিবাসীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন

_92102730_124a0498-ab71-4946-85a8-04f0a5327217বিশ্বসংবাদ ডেস্ক :

ভূমধ্যসাগরে লিবিয় উপকূল থেকে ২৬ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে চলতি বছরই কমপক্ষে ৩ হাজার ৮শ অভিবাসী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনসিআর।

সংস্থাটি জানায়, ২০১৫ সালে এই সংখ্যা ছিল ৩ হাজার ৭৭১ জন। ইউএনসিআর জানায়, পাচারকারীরা এখন ছোট নৌকায় করে পাচারের চেষ্টা করছে। বুধবার লিবিয়ার উপকূলে একটি নৌকায় ২৫ জনের মৃতদেহ পাওয়া যায়। এসময় অন্তত ১শ অভিবাসীকে উদ্ধার করা হয়।

বুধবার এক  টুইট বার্তায় সবচেয়ে বিপদজনক রুট লিবিয়া এবং ইতালি বলে জানায় ইউএনসিআর। যেখানে তুরস্ক থেকে গ্রিস রুটে মৃত্যুর অনুপাত প্রতি ৮৮ জনের মধ্যে ১ জন। মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসাবে নিম্নমানের জলযান ব্যাবহারের কথা বলা হয়।