ম্যানহাটনে হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাসের নিন্দা

ম্যানহাটনে হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাসের নিন্দা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে হামলার ঘটনায় ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। সোমবার দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাসের বিরুদ্ধে পূর্বঘোষিত ‘জিরো টলারেন্স’  নীতির ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার নিউইয়র্কের ঘটনাসহ বিশ্বের যে কোনও স্থানের সন্ত্রাসী ও উগ্রপন্থী কার্যক্রমের নিন্দা জানায় বাংলাদেশ। আরও বলা হয়, একজন সন্ত্রাসীর ক্ষেত্রে তার ধর্ম বা জাতিগোষ্ঠীর পরিচয় মুখ্য নয়।

একজন সন্ত্রাসীর পরিচয় শুধুই সন্ত্রাসী, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সোমবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। পুলিশের দাবি, সন্হেভাজন ওই ব্যক্তির নাম আকায়েদ উল্লাহ। সে বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দীপ থেকে গিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিল।