আকায়েদের স্ত্রী, শ্বশুর-শাশুড়ি শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ

আকায়েদের স্ত্রী, শ্বশুর-শাশুড়ি শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ

শেয়ার করুন

1513071505নিজস্ব প্রতিবেদক :

নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার বিকেলের দিকে ঢাকার জিগাতলার বাসা থেকে তাঁদের কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে আকায়েদ উল্লাহকে আটক করে নিউইয়র্ক পুলিশ।

আকায়েদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে সে যুক্তরাষ্ট্রে আসে। পরে আকায়েদ স্থায়ী মার্কিন অধিবাসী হিসেবে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতে শুরু করে। এদিকে বাংলাদেশি পুলিশের বরাত দিয়ে জানানো হয়, এ বছরের ৮ সেপ্টেম্বর আকায়েদ শেষ বারের মতো বাংলাদেশে এসেছিল।

আকায়েদ উল্লাহর স্ত্রী ছয় মাসের ছেলেকে নিয়ে ঢাকার জিগাতলায় বাবা-মায়ের সঙ্গে থাকেন।

ঢাকার পুলিশ সূত্র জানায়, আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে তাঁদের জিগাতলার বাসা থেকে মিন্টু রোডের কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয়ে নেওয়া হয়েছে। মূলত জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সেখানে নেওয়া হয়েছে।