মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক

শেয়ার করুন

indexনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর অন্যতম মাদকের আখড়া, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র‌্যাব। এ অভিযানে  আটক হয় প্রায় শতাধিক নারী-পুরুষ।  র‌্যাব বলেছে, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা বন্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

অনেকটা ঘিঞ্জি আর অপরিচ্ছন্ন এ এলাকায় আটকে পড়া পাকিস্তানিরা বসবাস করলেও, এর পরিচিতি মাদকের আখরা হিসেবে। রাজধানীর যে কটি মাদকের স্পট রয়েছে, জেনেভা ক্যাম্প, এর অন্যতম ।
শনিবার সকালে এই জেনেভা ক্যাম্পে  র‌্যাবের সাঁড়াশি অভিযান।

এখানে বাস করা বেশিরভাগ পরিবারের বিরুদ্ধেই মাদক ব্যবসায়ের অভিযোগ। তবে ঘিঞ্জি এলাকার জন্যে এখানে অভিযান চালাতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। তাই এবার ভিন্ন কৌশলে অভিযান, পুরো শক্তি নিয়ে।

স্থায়ীভাবে এ ব্যবসা বন্ধে কোন ব্যবস্থা থাকবে কী না প্রশ্ন ছিলো এই র‌্যাব কর্মকর্তার কাছে। তারা বলেন, তারা ব্যবস্থা নিচ্ছেন। স্থায়িভাবে বন্ধ করার জন্য সব রকম ব্যবস্থা নেয়া হভে। তবে এমন অভিযানে সন্তুষ্ট আশপাশের মানুষ।

তবে অতীত অভিজ্ঞতা বলছে, এ ধরনের অভিযানের পর কিছু দিন বন্ধ থেকে আবারও শুরু হয় মাদকের রমরমা ব্যবসা।