বসুন্ধরা শপিং মলের খাবার দোকান-চেইন সুপার সপে আড়াই লাখ টাকা জরিমানা

বসুন্ধরা শপিং মলের খাবার দোকান-চেইন সুপার সপে আড়াই লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

maxresdefault
নিজস্ব প্রতিবেদক :

ভেজাল বিরোধি অভিযানে রাজধানীর বসুন্ধরা শপিং মলের কয়েকটি খাবার দোকান এবং একটি চেইন সুপার সপে থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

যৌথ ভাবে অভিযান চালয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। বেলা ১২ টা থেকে দুইটা পর্যন্ত টানা চলে এই অভিযান।

প্রথমেই বসুন্ধরা শপিং মলের নয়তলার খাবার দোকানে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের খবর পেয়ে প্রায় সব খাবার দোকান বন্ধ হয়ে যায়। পরে যে কটি খোলা ছিলো সেগুলোতে বাসি খাবার দেখতে পান অভিযান পরিচালনা কারিরা। একই সময় স্টার সিনেপ্লেক্সের খাবার দোকানে অতিরিক্ত দাম নেয়া এবং চেইন সুপার সপে মোস্তফা মার্টে কয়েকটি পন্যে আমদানি কারকের ষ্টিকার না থাকায় জরিমানা করা হয়।

একই সঙ্গে তাদের সংশোধন হওয়ার আহবান জানানো হয়।