মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দারা

মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল গাড়ি আনার ঘটনায়, বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দারা।

রোববার বিকেলে একটি মার্সিডিজ বেঞ্জে চড়ে কাকরাইলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসেন তিনি। এসময় কয়েকটি আলফার্ড, পাজেরো, ল্যান্ড রোভার ও প্রাডো গাড়িতে বেশ ক’জন দেহরক্ষীও আসে তাঁর সাথে।

মূসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদের কারণ হিসেবে গোয়েন্দারা জানান, ভুয়া আমদানি দলিল দিয়ে রেঞ্জ রোভার ব্র্যান্ডের একটি গাড়ি, অন্য একজনের নামে ভোলায় নিবন্ধন করা হয়।

গত ২১ মার্চ মূসার ব্যবহৃত ওই গাড়িটি শুল্ক গোয়েন্দারা জব্দ করেন। তাঁকে গত ২০ এপ্রিল ডাকা হলেও, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তিন মাস সময় চেয়েছিলেন। অবশ্য তাঁকে দুই সপ্তাহ মঞ্জুর করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।