‘মিয়ানমার সরকারের প্রস্তাব আন্তর্জাতিক চাপ কমানোর একটি কৌশল’

‘মিয়ানমার সরকারের প্রস্তাব আন্তর্জাতিক চাপ কমানোর একটি কৌশল’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে, মিয়ানমার সরকারের প্রস্তাবকে আন্তর্জাতিক চাপ কমানোর একটি কৌশল বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সমস্যা সমাধানে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেয়ার কথা বললেন তিনি।

সকালে বিআইআইএস মিলনায়তনে, ‘রোহিঙ্গা সঙ্কট: বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পর্যালোচনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, রোহিঙ্গাদের আংশিক ফিরিয়ে নেয়ার প্রস্তাব, মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল হতে পারে। ফলে, মিয়ানমার নিজস্ব যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সীমিত রোহিঙ্গা ফিরিয়ে নেয়া এবং নানা অজুহাতে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন বিলম্বিত করতে পারে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলিতভাবে মিয়ানমারের ওপর চাপ রাখতে হবে, যাতে সু চির এনএলডি সরকার রাখাইনের স্থিতিশীলতা ও জীবন যাপনের অনুকূল পরিবেশ তৈরি করে। সামরিক বাহিনিও নির্মমতা থেকে সরে আসতে বাধ্য হয়। মিয়ানমার যাতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাধ্য হয়, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।