যশোরে আত্মসমর্পণকারী ‘জঙ্গি খাদিজা’র ৭ দিনের রিমান্ড আবেদন

যশোরে আত্মসমর্পণকারী ‘জঙ্গি খাদিজা’র ৭ দিনের রিমান্ড আবেদন

শেয়ার করুন

gongi_60046_1507542737যশোর প্রতিনিধি :

যশোরে আত্মসমর্পণকারী জঙ্গি মারজানের বোন খাদিজার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। রিমান্ড শুনানি হবে ১৯ অক্টোবর।

মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় খাদিজাকে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বিচারক আগামী ১৯ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একটি বাড়িতে রোববার মাঝ রাতে ‘মেল্টেড আইস’ অভিযান শুরু করে পুলিশ। পরদিন বিকেলে সন্দেহভাজন জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী খোদেজা আক্তার তিন সন্তান নিয়ে আত্মসমর্পণ করেন। পরে ওই বাড়ি থেকে ৩টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় খাদিজা, তার স্বামী মশিউরসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ।