মিয়ানমার ফিরে যেতে ইচ্ছুক কোন রোহিঙ্গা পরিবারকে পাওয়া যায়নি

মিয়ানমার ফিরে যেতে ইচ্ছুক কোন রোহিঙ্গা পরিবারকে পাওয়া যায়নি

শেয়ার করুন

রোহিঙ্গানিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার ফিরে যেতে ইচ্ছুক কোন রোহিঙ্গা পরিবারকে এখনো পাওয়া যায়নি। এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম অনিশ্চিত হয়ে পরেছে। তবে ফিরে যেতে ইচ্ছুক পরিবার খুঁজে পেতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

বৃহস্পতিবার সকালে তিনি জানিয়েছিলেন, আজ দুপুরেই রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু হবে। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন। তালিকায় থাকা রোহিঙ্গাদের যারা স্বেচ্ছায় যেতে চান তাদেরই ফেরত পাঠানো হবে। শরণার্থী কমিশনার জানিয়েছিলেন, ফেরত পাঠানোর জন্য কক্সবাজারের উখিয়ার জামতলী ক্যাম্পে ৩০টি রোহিঙ্গা পরিবারের ১৫০ জনকে প্রস্তুত রাখা হয়েছে। তবে তালিকায় যাদের নাম আছে ক্যাম্পে তাদের প্রায় সবার বাসায় তালা ঝুলছে দেখা গেছে।

নাগরিকত্ব কার্ড না পাওয়া পর্যন্ত তারা ফিরে যেতে আগ্রহী নয় বলে জানিয়েছেন। এদিকে ইউএনএইচসিআর এই মূহূর্তে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে না করেছে। উল্লেখ্য, প্রথম ধাপে ২ হাজার ২৬০জন রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি জানিয়েছিল মিয়ানমার।