‘দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরন হবেই’

‘দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরন হবেই’

শেয়ার করুন

PM-001-2নিজস্ব প্রতিবেদক :

দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরন হবেই। এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সূবর্নজয়ন্তিতেই এই লক্ষ্য বাস্তবায়নে আশাবাদি তিনি। বৃহস্পতিবার সকালে তোষাখানা যাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রীয়ভাবে পাওয়া দেশি বিদেশি উপহার সামগ্রী সংরক্ষন করা হয় তোষাখানায়। বঙ্গভবনে অবস্থিত বাংলাদেশের তোষাখানায় ফলে দৃষ্টিনন্দন এসব উপহার সামগ্রী দেখার সুযোগ ছিল না সাধারন মানুষের। সেই সুযোগ সৃষ্টি করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে রাজধানীর আঁগারগাওয়ে সামরিক যাদুঘর প্রাঙ্গনে তৈরি করা হয়েছে তোষাখানা যাদুঘর। এই যাদুঘরে সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে রাষ্ট্রীয় এসব উপহার।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত পাঁচ তলা এই যাদুঘর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, এর মাধ্যমে নানা দেশের সংস্কুতি, কৃষ্টি ও বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক সমন্ধে ধারনা পাবে সাধারন মানুষ।