মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে ওআইসির প্রতি প্রধানমন্ত্রীর আহবান

মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে ওআইসির প্রতি প্রধানমন্ত্রীর আহবান

শেয়ার করুন

2018-05-05_8_149069

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে ওআইসি’র প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন উদ্বোধন করে তিনি, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের ডাকও দিয়েছেন।

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বের মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের মত এতটা সংকট ও সংঘাতের মুখোমুখি মুসলিম বিশ্ব আগে কখনোই হয়নি। এ পরিস্থিতিতে ওআইসিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি মিয়ানমারে জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গাদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী সম্মেলন সংস্থার প্রতি আহবান জানিয়েছেন।

এজন্য সংস্থাটিকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শও দেন তিনি। ৪০জন মন্ত্রী ও সহকারি মন্ত্রীসহ ওআইসি’র ৫৭টি সদস্য রাষ্ট্রের প্রায় ৬০০ প্রতিনিধি দুই দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে রোহিঙ্গা সংকট ইস্যুটি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচিত হবে।