জাতীয় নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি বিএনপির

জাতীয় নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি বিএনপির

শেয়ার করুন

EC-BNP-md2015072814301320170201193635নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহবান জানিয়েছে বিএনপি। রাঙামাটিসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা সরকারের প্রশ্রয়ে হচ্ছে বলে অভিযোগ দলটির।

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পার্বত্য এলাকাসহ সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে সরকারের সীমাহীন আধিপত্য বিস্তারের আকাঙ্খায়। এসময় তিনি গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে গ্রেফতার আতঙ্ক বন্ধ করতে দুই এলাকার পুলিশ কমিশনারকে প্রত্যাহারের দাবি জানান।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে জানিয়ে রিজভী বলেন, অবিলম্বে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।

অন্যদিকে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় ব্যাষ্টিার মওদুদ বলেন, নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিচ্ছে, তা সরকার সমর্থিত প্রার্থীদের সুবিধার জন্যেই।