মিয়ানমারকে শাস্তি নয়, কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

মিয়ানমারকে শাস্তি নয়, কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমারকে শাস্তি দেয়া নয়, আপাতত রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন এ কথা জানিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে শ্যানন বলেছেন, এরইমধ্যে কূটনৈতিক চেষ্টায় কিছু অগ্রগতিও এসেছে।

দুই দিনের সফরে ঢাকায় এসেই বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ষষ্ঠ যৌথ অংশীদারিত্ব সংলাপে অংশ নেন মার্কিন আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। বৈঠকে অন্য সব কিছুকে ছাপিয়ে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার দুপুরে দুই দেশের অংশীদারিত্ব সংলাপ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানে আশান্বিত বাংলাদেশ। রাখাইনে গত ২৫ আগস্ট থেকে ব্যাপক গণহত্যা শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ৩১টি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

মার্কিন আন্ডার সেক্রেটারি বলছেন, এসব পদক্ষেপে বেশ কিছু অগ্রগতিও এসেছে। এরইমধ্যে মিয়ানমারে বেশ কিছু বিদেশি সংস্থা এবং কূটনীতিকরা প্রবেশ করতে শুরু করেছেন, যা ইতিবাচক।

আপাতত এই সাফল্যের রেশ ধরে রাখাইন সংকটে কূটনৈতিক সমাধানের পথেই হাটবে যুক্তরাষ্ট্র। থমাস শ্যানন বলছেন, মিয়নামারে নিষেধাজ্ঞা বা সামরিক আগ্রাসনের বিষয়ে এ মুহূর্তে চিন্তা করছে না যুক্তরাষ্ট্র। ঢাকা সফর শেষে সোমবার কলোম্বা যাবেন থমাস শ্যানন।