ঢাবি নীল দলের সভায় জামাল উদ্দীনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাবি নীল দলের সভায় জামাল উদ্দীনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দলের সভায় অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরে ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তাঁরা।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে পদত্যাগের আহ্বান জানান। তা না হলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তাঁরা।

নীল দলের আহ্বায়ক অধ্যাপক আবদুল আজিজ বলেন : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাতাহাতির ঘটনা, সমগ্র শিক্ষক সমাজের জন্যই লজ্জার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নীল দলের সভায় প্রক্টর গোলাম রব্বানী, একই দলের অধ্যাপক জামাল উদ্দীনের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রব্বানীও তাঁর ওপর হামলার পাল্টা অভিযোগ করেছেন।