মার্কিন সেনা হত্যার পরিকল্পনায় বাংলাদেশি অভিযুক্ত

মার্কিন সেনা হত্যার পরিকল্পনায় বাংলাদেশি অভিযুক্ত

শেয়ার করুন

index
নিজস্ব প্রতিবেদক :

মার্কিন সেনাকে হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিলাশ মোহাম্মদকে অভিযুক্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ১৯৯৫ সাল থেকে বসবাস করেন। তার বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি সমর্থন ও সহযোগিতা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে একথা জানানো হয়। তবে হামলার আগেই গত শুক্রবার ২৪-বছর বয়সী নিলাশ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

এফবিআই-এর বল্টিমোর বিভাগের কর্মকর্তা গর্ডন বি জনসন জানান, নিলাশের বিরুদ্ধে আনা এই অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তিনি আইএস-এর হয়ে এক মার্কিন সেনাকে হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস-এর প্রতি সমর্থন জানিয়ে এফবিআই-এর নজরদারিতে আসেন তিনি। গত মাসে ভার্জিনিয়ায় অস্ত্র কেনার সময় নিলাশ মোহাম্মদকে গ্রেফতার করে এফবিআই। সোমবার আদালতে প্রাথমিক শুনানির পর তাকে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার।