সিরাজগঞ্জে গ্রেপ্তার তিন জেএমবি সদস্য ৩ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জে গ্রেপ্তার তিন জেএমবি সদস্য ৩ দিনের রিমান্ডে

শেয়ার করুন

 

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলংগার হাটিকুমরুল থেকে গ্রেপ্তার জেএমবি সদস্য ৩ ভাইকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, জেএমবি সদস্য ৩ ভাই গোপনে জঙ্গি তৎপরতার অংশ হিসেবে ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছে, এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। তখন হাতে-নাতে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদরের জামুয়া গ্রামের মোঃ সানাউল্লাহ, লিয়াকত উল্লাহ এবং মোঃ বরকতুল্লাহ।