‘মাদক ব্যাবসায়ীদের কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করা হবে’

‘মাদক ব্যাবসায়ীদের কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করা হবে’

শেয়ার করুন

Asaduzzaman ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া
নিজস্ব প্রতিবেদক :

মাদক ব্যাবসায়ী যত প্রভাবশালীই হোক তার কোমরে দড়ি বেঁধে আাদলতে হাজির করা হবে, জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে রাজধানীতে হ্যান্ডবল মাঠে অসহায় ও দুস্থদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের শাড়ি ও লুঙ্গি বিতরন করার সময় সাংবাদিকদের আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে মাদকের কোন আস্তানা পেলে তা ধ্বংস করে ফেলা হবে।

মাদক ব্যাবসায়ী কে কোন দলের আইনগত ব্যাবস্থা নেয়ার সময় তা বিবেচনায় নেয়া হবে না। তবে নিরাপরাধ মানুষ যাতে কোনভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়টি মাথায় রেখেই অভিযান পরিচালিত হবে বলেও জানান ডিএমপি কমিশনার ।