তিনশ মাদক ব্যবসায়ীর সম্পদের খোজে দুদক

তিনশ মাদক ব্যবসায়ীর সম্পদের খোজে দুদক

শেয়ার করুন

দুদকacc_logo1460364706নিজস্ব প্রতিবেদক :

এবার মাদকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন। তাদের তালিকায় তিনশত মাদক ব্যবসায়ী। যাদের সম্পদের খোঁজ করছে এই সংস্থা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত তিন বছরে তারা অন্তত ২৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। অন্য বাহিনীর উদ্ধার করা ইয়াবা যোগ করলে এ সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে।

জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থা-ইউএনওডিসি-র মতে, উদ্ধার হওয়া এ সংখ্যা বিক্রি হওয়া বড়ির মাত্র ১০ শতাংশ। শুধু ইয়াবা নয়, বিক্রি হচ্ছে ফেন্সিডিল, গাজা, দেশি-বিদেশি মদসহ নানা ধরনের মরণ নেশা। যা ধ্বংস করছে যুব সমাজকে।

চলমান সাড়াশি অভিযানে যেমন উদ্ধার হয়েছে ব্যাপক মাদক, তেমনি আটকও কম নয়। বন্দুকযুদ্ধে নিহত শতাধিক মাদক ব্যবসায়ী। এমনই বাস্তবতায় মাদকের বিরুদ্ধে কাজ শুরু করেছে দুদক ।

দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান চলছে। এর সাথে দুদক মাদক ব্যবসায়ীদের অর্থের ব্যাপারে তদন্ত শুরু করবে।

এই কমিশনার জানান, প্রয়োজন অনুযায়ী এসব ব্যবসায়ীর দেশ ত্যাগে  নিষেধাজ্ঞা আসবে। জব্দ করা হবে ব্যাংক হিসাবও। প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার কথা বললেন এই কমিশনার।