মাজার রোডের জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র‍্যাব

মাজার রোডের জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র‍্যাব

শেয়ার করুন

image-47384নিজস্ব প্রতিবেদক :

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাব। বাড়িটিতে জঙ্গি নেতা আব্দুল্লাহ অবস্থান করছে বলে র‍্যাবের ভাষ্য। আত্ম-সমর্পণের আহ্বানে সাড়া না দিলে দ্রুত অ্যাসল্ট অভিযান শুরু হবে বলে জানিয়েছে র‌্যাব।

মিরপুর মাজার রোডের বাড়িটির মূল তথ্য পাওয়া যায় টাঙ্গাইলে র‌্যাবের জঙ্গি বিরোধী অভিযানে আটক ২ সন্দেহভাজনের কাছ থেকে। আটক ব্যক্তিদের কাছ থেকে ড্রোন, কয়েকটি চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক দুই সন্দেহভাজন জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১ টায় মিরপুরের দারুস সালাম থানার কাছে বর্ধনপাড়া এলাকার ঐ ৬ তলা বাড়ি ঘিরে ফেলে র‌্যাব।

মাজার রোডের বাড়িটি ঘিরে ফেলার পর ৫ তলা থেকে র‍্যাবকে লক্ষ্য করে ইলেক্ট্রনিক এক্সপ্লোসিভ ডিভাইস, হাতে তৈরি গ্রেনেড ও পেট্রলবোমা ছোড়া হয় দফায় দফায়।

রাতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে মূল অভিযান চালাতে সময় নেয় র‌্যাব। আতং্কে রাত কাটান এলাকাবাসী।

এরপর সকালে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স ও ফরেন্সিক টিম যোগ দেয় অভিযানে।সরিয়ে নেয়া হয় আশেপাশের সব বাসিন্দাদের।

সকাল ৯ টার কিছু পরে বাড়িটি থেকে বের হয়ে আসা এক নারীকে আটক করে র‌্যাব।ধারণা করা হচ্ছে সে সন্দেহভাজন জঙ্গী আবদুল্লাহর বোন।