মহিতুলের প্রথম জানাযা সম্পন্ন

মহিতুলের প্রথম জানাযা সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মহিতুল ইসলামের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চত্বরে।

মহিতুল ইসলামবৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মহিতুল ইসলামের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে মীরপুরে তার বাসভবনে। এরপর শুক্রবার যশোরের মনিরামপুরের ঝিকরগাছা স্কুল মাঠে জানাযা শেষে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তার রিসিপশনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মহিতুল ইসলাম। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় ধানমণ্ডির ওই বাড়িতেই ছিলেন তিনি।

দীর্ঘদিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে বাধা ছিলো। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সে বাধ কেটে যায়। এর পর সে বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মামলা করেন মহিতুল ইসলাম।

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল মারা গেছেন