‘ভোটগ্রহণের পরিবেশ রক্ষা করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে’

‘ভোটগ্রহণের পরিবেশ রক্ষা করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণের পরিবেশ রক্ষা করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। সরকারি প্রভাবমুক্ত নির্বাচন হবে কিনা, তা নিয়ে ভোটারদের মধ্যে উৎকন্ঠা রয়েছে বলে দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। বের করে দেওয়া হয়েছে এজেন্টদের। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে।

নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের ইচ্ছা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি। সন্ত্রাস ও অনিয়ম বন্ধ করে সুষ্ঠুভাবে ভোটদানের পরিবেশ তৈরির আহ্বান জানান রিজভী।