ভাষাণচরে এক লাখ রোহিঙ্গার আবাসনের জন্য ২৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ভাষাণচরে এক লাখ রোহিঙ্গার আবাসনের জন্য ২৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন

শেয়ার করুন

2017-11-28_bss-31_103130নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালী জেলার হাতিয়ার ভাসান চরে এক লাখ রোহিঙ্গার আবাসনের জন্য ২৩১২ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি– একনেক।

সকালে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দশ হাজার ৯৯ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদিত হয়। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোনের জন্য খরচ ধরা হয়েছে ১৫৭৫ কোটি টাকা। এর মেয়াদকাল ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত।

এছাড়া মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৫৬০ কোটি টাকা। এর মেয়াদকাল ২০২২ সালের জুন পর্যন্ত। গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প: বরিশাল, ঝালকাঠি ও  পিরোজপুর প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৫০ কোটি টাকা।