ভারত থেকে আসছে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ

ভারত থেকে আসছে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ

শেয়ার করুন

হাসিনা-মোদি-বৈঠক
নিজস্ব প্রতিবেদক :

ভারত থেকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এবং দুই দেশের রেল যোগাযোগ বাড়াতে গৃহীত পৃথক দু’টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সোমবার।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে এর উদ্বোধন করবেন।

পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত নব প্রতিষ্ঠিত দ্বিতীয় সঞ্চালন বিদ্যুৎ লাইন দিয়ে আসবে আমদানি করা ওই বিদ্যুৎ। এসময় গণভবন থেকে প্রধানমন্ত্রী বিদ্যুতের উপকার ভোগী ছাড়াও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। একই সময়, দুই দেশের প্রধানমন্ত্রী ১৬ বছর পরিত্যক্ত থাকা কুলাউড়া-শাহবাজপুর রেল লিঙ্ক ফের চালু করতে নেয়া সংস্কার প্রকল্প এবং আখাউড়া-আগরতলা নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্প দু’টির বেশিরভাগ কাজ বাস্তবায়িত হবে ভারত সরকারের দেয়া ঋণ সহায়তায়।