‘৩০ অক্টোবরের পর যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল’

‘৩০ অক্টোবরের পর যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল’

শেয়ার করুন

ec-newsনিজস্ব প্রতিবেদক :

৩০ অক্টোবরের পর যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

এই নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রায় ৭ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে। ৪০ হাজারেরও বেশি ভোট কেন্দ্রে বুথ থাকবে ২ লাখ ৮ হাজার।  তফসিলের পরপরই বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে।

সচিব জানান, ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে এবং নির্বাচনের ২৫ দিন আগে কেন্দ্রগুলোর গেজেট প্রকাশ হবে। ৩০০ আসনেরই সীমানা নির্ধারণ সম্পন্ন হয়েছে বলেও জানান নির্বাচন কমিশন সচিব।