‘বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে’

‘বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন : ব্যাঙের ছাতার মতো দেশে মেডিক্যাল কলেজ গড়ে উঠেছে।

যাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি বন্ধ করে দেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান পরিচালনার নীতিমালা থাকলেও, কোনও আইন নেই। মন্ত্রী জানান : সরকার এ সংক্রান্ত আইন করার চিন্তা করছে।