ত্রাণ নেয়নি সাঁওতালরা

ত্রাণ নেয়নি সাঁওতালরা

শেয়ার করুন

 

গাইবান্ধা প্রতিনিধি :

আদিবাসী এলাকায় সাহায্য হিসেবে আসা ত্রাণ নেয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোন আদিবাসীকে এই সাহায্য নিতে রাজি করাতে পারেনি প্রশাসন। জমি ফিরিয়ে না পাওয়া পর্যন্ত প্রশাসনের কোন সাহায্যের প্রয়োজন নেই বক্তব্য আদিবাসীদের।

উপজেলা প্রশাসনের এই ত্রাণের ট্রাক সোমবার দাড়িয়ে ছিল সাঁওতাল অধ্যুষিত মাদারপুর গ্রামের সড়কে। পরিবার প্রতি ২০ কেজি চাল কম্বল এ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর এই সাহায্য নিতে কোন আদিবাসীই আসেনি।

ত্রাণ সামগ্রী নিতে কোন আদিবাসী নেতাকেও রাজি করাতে পারেন নি উপজেলা প্রশাসন। তাহলে কি আদিবাসীদের খাদ্য সামগ্রীর অভাব নেই। কিছুদূরের স্কুল মাঠে গিয়ে দেখা গেল ভাত ও ভর্তা দিয়ে সকাল ও দুপুরের খাবার একসাথে খাচ্ছেন আদিবাসীরা। তারা জানালেন আহতদের মুক্তি এবং নিখোঁজদের খোজ না পাওয়া পর্যন্ত তারা প্রশাসনের সাহায্য নেবেন না।

যারা তাদের আশ্বাস দিয়ে খামারে বসতি গড়তে বলছিলেন তাদের বিরুদ্ধে এবার হুমকি দেয়ার অভিযোগও করলেন কয়েকজন। কোন সাহায্য নয় আদিবাসীরা চান ভূমির অধিকার ফিরে পেলেই নিজেদের কর্মসংস্থান নিজেরাই করে নিতে।