বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর বিষয়ক রায় স্থগিত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর বিষয়ক রায় স্থগিত

শেয়ার করুন

hicourt-pvt uni

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ১৫ শতাংশ আয়কর অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় দুই মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বুধবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

যে দুই প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকার ১৫ শতাংশ হারে আয়কর আদায় করে আসছিল, সেগুলো অবৈধ ঘোষণা করে গত সোমবার রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে আদালত, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত আদায় করা সব কর শিক্ষার্থীদের ফেরত দিতেও নির্দেশ দেন আদালত।