বেগম জিয়া নারী জাতির কলঙ্ক

বেগম জিয়া নারী জাতির কলঙ্ক

শেয়ার করুন

PM-Sangsad-0নিজস্ব প্রতিবেদক :

‘বেগম জিয়ার এতিমের টাকা আত্মসাৎ’ পুরো নারী জাতির জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক ভাবে বিএনপি নেত্রীকে গ্রেফতার করলে ২০১৪-১৫ সালেই তা করা যেত। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর, পাক হানাদারদের মত দেশে নারী নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সভানেত্রী।

বুধবার জাতীয় সংসদের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন জিজ্ঞাসা ও তাঁর উত্তর দেয়ার জন্য। শুরুতেই সংসদ সদস্য নূর জাহান বেগমের এক প্রশ্নের জবাবে দেশের নারী ক্ষমতায়নের বর্তমান চিত্র ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই কেবল নারী ক্ষমতায়ন ও নারী সুরক্ষার উন্নতি সম্ভব।

প্রসঙ্গক্রমে আওয়ামী লীগ সভানেত্রী মনে করিয়ে দেন ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর কতটা নির্যাতিত হয়েছে সাধারণ নারী ও শিশুরা।

বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির এমন অভিযোগেরও জবাব দেন আওয়ামী লীগ সভানেত্রী।