বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার, উদ্ধার কাজ সমাপ্ত

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার, উদ্ধার কাজ সমাপ্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সোমবার রাতে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সেটি উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তবে হতাহত ব্যক্তিদের ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।

সোমবার রাত ১২টার সময় রাজধানীর ওয়াইজঘাট থেকে ট্রলারটি কেরানীগঞ্জের আগানগর ব্রিজঘাটে যাবার সময় ডুবে যায়।

রাত থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি ও নৌ পুলিশ উদ্ধারকাজ শুরু করে। মঙ্গলবার সকালে তারা ট্রলারটি ‍উদ্ধার করে। পরে সাড়ে ১২ টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ট্রলারটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। তবে প্রায় সবাই সাতরে তীরে ‍উঠে। একজনের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছিল। তাকে খুজে পাওয়া গেছে কিনা এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছুই জানায়নি।