বিয়ের সাজে সেজেছে রাজধানী

বিয়ের সাজে সেজেছে রাজধানী

শেয়ার করুন

%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-jpg-1নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের ২০তম সম্মেলনের অনেক আগেই রাজধানী ছেয়ে গেছে বর্ণিল আলোকসজ্জায়। সম্মেলনের জায়গা থেকে শুরু করে, নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শোভা পাচ্ছে, বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুন-ব্যানার। মনে হচ্ছে যেন পুরো রাজধানীই বিয়ে বাড়ী।

%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানের পুরোটা জুড়েই রঙিন আলোকসজ্জা। দু’দিনের সম্মেলন শুরু হবে শনিবার, কিন্তু আলোকসজ্জা শুরু হয়েছে সপ্তাহ খানেক আগেই! মূল ফটক তো বটেই, উদ্যানের সব ক’টি প্রবেশ ও বহির্গমন পথই বাহারি সব রঙে আলোকিত। আলোর রোশনাইয়ে আরও উজ্জ্বল হয়ে ফুটেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিগুলো।

index11235প্রস্তুতি কাজের বিরাম নেই। মধ্যরাতেও চলছে সমানতালেই। ২০তম জাতীয় সম্মেলনে দলের পক্ষ থেকে দুই কোটি ৬৫ লাখ টাকা বাজেটের কথা বলা হলেও, আলোকসজ্জার বহর বলছে, বাজেট অতিক্রান্ত ইতোমধ্যেই।

imagesএমন চোখধাঁধানো আলোর যোগান আসছে বিদ্যুতের কোন লাইন থেকে? ব্যয়িত বিদ্যুতের বিল দেওয়া হবে কিনা… এসব প্রশ্ন মনে এলেও, জাঁকজমকে অভিভূত তৃণমূল নেতাকর্মীরা।

রাতে যারা জেগে আছেন জীবিকার প্রয়োজনে, তাঁরাও মুগ্ধ এমন সাজসজ্জায়। আলোক উৎসবের ছোঁয়া লেগেছে রাজধানীর অন্যান্য সড়কেও। কাউন্সিলের ব্যানার-পোস্টার-ফেস্টুনে সয়লাব নগরীর অনেক সড়ক।