ইরাকে কিরকুকে আইএস’র হামলায় ৬ পুলিশসহ নিহত ২২

ইরাকে কিরকুকে আইএস’র হামলায় ৬ পুলিশসহ নিহত ২২

শেয়ার করুন

_92009211_kurdish

বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের তেলসমৃদ্ধ শহর কিরকুকে কয়েকটি সরকারি ভবন ও একটি বিদ্যুৎকেন্দ্রে জঙ্গি হামলায় ৬ পুলিশ কর্মকর্তা ও ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে একটি পুলিশ স্টেশনসহ সরকারি ভবনগুলোতে ও বিদ্যুতকেন্দ্রে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। এসময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে, তাদের বেশ কিছু সময় ধরে গোলাগুলি চলে। কিরকুকের গভর্নর জানান, আইএস’র স্লিপার সেল এই হামলাগুলো চালিয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন ইরানি নাগরিক রয়েছেন। হামলার পরপরই শহরটিতে কারফিউ জারি করা হয়েছে।

_92015609_736fb7a4-c263-4277-b231-53978669d78fবিবিসি জানিয়েছে, উত্তর কিরকুকে ইরানের তত্ত্বাবধানে নির্মাণাধীন একটি বিদ্যুত কেন্দ্র হামলার শিকার হয়েছে। এই হামলায় জড়িত থাকার দায় স্বীকার করেছে আইএস। শহরের টাউন হলে ঢুকে একটি হোটেল নিয়ন্ত্রণ করেছে বলে আইএসের দাবী নাকচ করে দিয়েছে ইরাকের সরকারি কর্মকর্তারা। মসুল আইএস মুক্ত করার সময়েই কিরকুকে হামলা চালানো হলো।