‘বিশ্ব এখন যা ভাবছে বাংলাদেশ আগেই তা বাস্তবায়ন শুরু করেছে’

‘বিশ্ব এখন যা ভাবছে বাংলাদেশ আগেই তা বাস্তবায়ন শুরু করেছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদেরকে অন্তর্ভুক্তির বিষয়ে বিশ্ব এখন যা ভাবছে, বাংলাদেশ অনেক আগেই তা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রতিবন্ধীতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের আহ্বায়ক সায়মা ওয়াজেদ পুতুল।

বুধবার দুপুরে, সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ‘প্রতিবন্ধীতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক গঠিত জাতীয় টাস্পফোর্সের প্রথম সভায় এসব কথা বলেন সায়মা ওয়াজেদ।

তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ হবে রোল মডেল। প্রখ্যাত এই অটিজম বিশেষজ্ঞ আরও বলেন, প্রতিবন্ধী ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঢাকা সম্মেলনের আলোকেই প্রতিবন্ধীদের বিষয়টি মা্থায় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত প্রতিবন্ধী সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে সেই সম্মেলন এবং সম্মেলনের ঢাকা ঘোষণা প্রশংসিত ও স্বীকৃত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী বছরের ডিসেম্বরে প্রতিবন্ধিতা-বান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।