ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা

ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

Youths in traditional clothing look at a makeshift memorial for the Pulse nightclub mass shooting victims last week in Orlando, Florida, U.S., June 21, 2016.  REUTERS/Carlo Allegri

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে জঙ্গি হামলায় ৩ নিহতের পরিবার ফেসবুক, টুইটার এবং গুগলের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে।

চলতি বছরের ১২ জুন অরল্যান্ডোর পালস নাইট ক্লাবে চালানো হামলায় নিহত হন হামলাকারী ওমর মতিনসহ ৫০ জন। সোমবার ডেট্রয়েটে অবস্থিত ফেডারেল আদালতে ওই হামলায় নিহত টেভিন ক্রসবি, জর্জ রিয়েস এবং হুয়ান রেমনের পরিবার ওই ৩ প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের দাবি, ৩ প্রযুক্তি কোম্পানি ফেসবুক, টুইটার এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যেসব তথ্য হাজির করা হয়, তার কারণেই আইএস’র উত্থান ঘটেছে।

আর এর ফলে জঙ্গিরা উদ্বুদ্ধ হচ্ছে এবং হামলার পরিমাণ বেড়েছে। এদিকে এর প্রতিবাদে ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় তারা সবসময় উগ্রবাদের বিরুদ্ধে। তবে টুইটার এবং গুগল এখনো কোনো মন্তব্য করেনি।