বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শেয়ার করুন

ঈদ চিকিট
নিজস্ব প্রতিবেদক :

সোমবার সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম বাস ও ট্রেনের টিকেট বিক্রি। আজ দেয়া হচ্ছে ২১ জুনের টিকেট। টিকেট পেতে রাত থেকেই রাজধানীর কমালাপুর রেলওয়ে স্টেশনে লাইনে দাঁড়িয়েছেন টিকেট প্রত্যাশীরা। তবে আজ ঈদের অনেক আগের টিকেট বিক্রি হবে, তাই তেমন ভীড় হয়নি।

গত ৮ জুন রেল ভবনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির নানা দিক তুলে ধরেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, এবার ঈদ উপলক্ষে ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। প্রতিদিন সকাল আটটা থেকে কাউন্টারে টিকেট পাওয়া যাবে। কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে টিকেট বিক্রি হবে। নারীদের জন্য আলাদা কাউন্টার থাকবে।

১৩ জুন ২২ জুনের, ১৪ জুন ২৩ জুনের, ১৫ জুন ২৪ জুনের এবং ১৬ জুন ২৫ জুনের টিকেট বিক্রি হবে। ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, ও লালমনিরহাট স্টেশন থেকে ফিরতি টিকেট বিক্রি শুরু হবে।