বাবার কবরের পাশে শেষ শয্যায় শায়িত সাংসদ লিটন

বাবার কবরের পাশে শেষ শয্যায় শায়িত সাংসদ লিটন

শেয়ার করুন

2017-01-02_6_343028নিজস্ব প্রতিবেদক :

বাবার কবরের পাশে শেষ শয্যায় শায়িত হলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। সংসদ ভবনে জানাযা শেষে তার মরদেহ বামনডাঙ্গায় নেয়া হলে হাজার হাজার মানুষ সাংসদ কে শেষ বিদায় জানাতে তার বাড়িতে ছুটে আসেন। লিটনের হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করার কথা জানায় আওয়ামীলীগ।

2017-01-02_bss-06_699770সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এমপি লিটনের মরদেহ ঢাকা থেকে পৌছায় তার নিজগ্রাম সুন্দরগঞ্জের মধ্য শাহবাজ মাস্টার পাড়ায়। এর আগে থেকেই তাকে একনজর দেখতে সেখানে আসতে থাকেন এলাকার সাধারণ মানুষ।

মরদেহ বাড়িতে নেয়া হলে সাধারণ মানুষের ঢল নামে লিটনকে শেষ বিদায় জানাতে। এসময় অনেকেই আবেগে আপ্লুত হয়ে পরেন। বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান নিহত সাংসদকে।

আওয়ামী লীগের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানোর পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক জানান এই হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

মামলাটি দ্রুত বিচারের আওতায় আনার পক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া।

লিটন হত্যা মামলায় জামায়াতকে সন্দেহ তালিকায় রেখেই তদন্ত এগিয়ে যাচ্ছে বলে জানান রংপুর রেঞ্জ ডিআইজি। এই হত্যাকাণ্ডের পর এলাকায় তিন দিনের শোক পালিত হচ্ছে।