‘ভারতে ধর্মের নামে ভোট চাওয়া যাবে না’

‘ভারতে ধর্মের নামে ভোট চাওয়া যাবে না’

শেয়ার করুন

image008বিশ্বসংবাদ ডেস্ক :

ধর্ম বা বর্ণের নামে  ভোট চাওয়া যাবে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বে সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সোমবার এই রায় দেন।

রায়ে বলা হয়েছে, নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ চর্চা। আর ধর্মচর্চা ব্যক্তিগত পছন্দের বিষয়। তাই ধর্ম, বর্ণ বা ভাষার নামে ভোট চাওয়া একটি দুর্নীতিগ্রস্ত চর্চা। এই চর্চা অনুমোদনযোগ্য নয়।

রায়ে সর্বোচ্চ আদালত জানায়, সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ বজায় রেখেই নির্বাচনে লড়াই করতে হবে। জনপ্রতিনিধিকেও ধর্মনিরপেক্ষ হতে হবে। ধর্মীয় বিশ্বাসের মতো ব্যক্তিগত বিষয় প্রতিটি মানুষের ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভরশীল। আর তাতে হস্তক্ষেপ চলতে পারে না।

ভারতের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দেশটির সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে রাজনীতি বিশেষজ্ঞরা।