বন্ধ হচ্ছে না জঙ্গিদের অস্ত্র বিস্ফোরকের উৎস

বন্ধ হচ্ছে না জঙ্গিদের অস্ত্র বিস্ফোরকের উৎস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

একের পর এক অভিযানে বিপুল পরিমাণ হাত বোমা, ককটেল, হ্যান্ড গ্রেনেড  ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হলেও জঙ্গিদের বিস্ফোরক এবং অস্ত্রের উৎস এখনো বন্ধ করা যাচ্ছে না।

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েক বছর ধরেই রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আটক করছে দেশি-বিদেশী পিস্তল, রিভলবার ও নানা ধরণের আগ্নেয়াস্ত্র। বিশেষ করে বোমা তৈরিতে ব্যবহৃত ডেটোনেটর, হাইলি এক্সপ্লোসিভ বা ইপিসহ বিভিন্ন ধরণের বিস্ফোরকদ্রব্যও উদ্ধার হচ্ছে।

এই ধরণের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ব্যবহার করে দেশের ভেতরেই নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর কথাও এখন জানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এমনকি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিরা যে ধরণের অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করেছে, তা ছিল খুবই উচ্চক্ষমতাসম্পন্ন।

প্রশ্ন উঠছে এসব অস্ত্র ও বিস্ফোরক জঙ্গিরা কোথা থেকে পাচ্ছে? আসছেই বা কোন পথে? বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তারাও বলেছেন- কিভাবে বাংলাদেশে আসে এ ধরণের বিস্ফোরক। যেমনিভাবে আনা হয়েছিল হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রও।