পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ‍‘দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন’

পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ‍‘দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন’

শেয়ার করুন

index

নিজস্ব প্রতিবেদক :

মীর কাশেম আলীর বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী নিজেদের সংবিধান রক্ষার শপথ ভেঙ্গেছেন বলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই রায়ের পূর্ণাঙ্গ কপি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ হয়।

গত ৮ ই মার্চ মানবতাবিরোধী অপরাধ মামলায় মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় সুপ্রিমকোর্ট। তার আগে ৫ মার্চ রাজধানীতে একটি অনুষ্ঠানে, এই রায় নিয়ে শঙ্কা জানান দুই মন্ত্রীসহ অনেকেই।

৮ মার্চ মীর কাশেমের আপিলের রায়ের দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, দুই মন্ত্রীর প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। দুই মন্ত্রী ক্ষমা চাইলেও, ৮ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ তাঁর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করে ২৭ মার্চ রায় দেন।

পূর্ণাঙ্গ কপিতে দেখা যায় সেই রায়ের মূল অংশ লিখেছেন বিচারপতি ঈমান আলী। তিনি ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৫ জন বিচারপতি একমত হয়েছেন যে দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন।

তবে  অন্য তিন বিচারপতি, এতে দ্বিমত জানিয়েছেন। বিচারপতি হাসান ফয়েজ দ্বিমত জানিয়ে বলেছেন, এতে শপথ ভঙ্গ হয়নি।