‘পুলিশের বলিষ্ঠ পদক্ষেপের কারণেই সফলভাবে জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে’

‘পুলিশের বলিষ্ঠ পদক্ষেপের কারণেই সফলভাবে জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে’

শেয়ার করুন

pmনিজস্ব প্রতিবেদক :

পুলিশ বাহিনীর বলিষ্ঠ পদক্ষেপের কারণেই সফলভাবে জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে, তিনি এ কথা বলেন।

এই দুটি পুলিশ ইউনিটের মাধ্যমে, রংপুর ও গাজীপুর নগরীর শান্তিশৃঙ্খলা আরো উন্নত হবে বলে আশা করেন তিনি। প্রধানমন্ত্রী এ সময়, পুলিশকে শুধুমাত্র একটি আধুনিক আইনশৃঙ্খলা বাহিনী হিসবে নয়, জনবান্ধব হয়ে মানুষের  বিশ্বাস ও আস্থাও জয় করতে নির্দেশ দেন।

দেশকে উন্নত করতে সবার আগে আইন শৃঙ্খলা রক্ষা করা সবচেয়ে বেশি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর উপর ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘শেখ হাসিনা তিতাস সেতু’ দুটিও  উদ্বোধন করেন।