জামালপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

জামালপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

শেয়ার করুন

flood-1এটিএন টাইমস ডেস্ক :

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনার পানি বেড়ে জামালপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে বেড়েছে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি।

জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে তিন বছরের এক শিশু। যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে রোপা-আমন। ইসলামপুরে উলিয়া বাজারের পাশে যমুনার তীর সংরক্ষণ বাঁধের ১০ মিটার দেবে গেছে।

এদিকে, সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় বেড়েছে যমুনার পানি। প্লাবিত হয়েছে কাজিপুর বেলকুচি, চৌহালি, শাহজাদপুর এবং সদর উপজেলার চরাঞ্চাল ও নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছেন এখানকার মানুষ।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বেড়েছে। নদী তীরবর্তী এলাকায়  বসতবাড়ীতে পানি ঢুকেছে, তলিয়ে গেছে এসব এলাকার আমন ধান ও সবজি ক্ষেত।