পাসপোর্ট সেবায় দালালি রোধে নেয়া হবে নতুন পদক্ষেপ

পাসপোর্ট সেবায় দালালি রোধে নেয়া হবে নতুন পদক্ষেপ

শেয়ার করুন

বাংলাদেশ পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক:

পাসপোর্ট সেবা দিতে কর্মকর্তাদের গাফিলতি আছে স্বীকার করে দালালচক্রের দৌরাত্ম বন্ধে খুব শিগগিরই নতুন কিছু পদক্ষেপ নেয়ার কথা জানালেন বহির্গমন ও পার্সপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।

আর দুদকের চেয়ারম্যান, দালাল প্রতিরোধ এবং দুর্নীতি বন্ধের তাগিদ দিয়েছেন পার্সপোর্ট বিভাগকে। পার্সপোর্টের ক্ষেত্রে নাগরিকদের হয়রানি আর অভিযোগ শুনতে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন দুদক।

গণশুনানিতে, পার্সপোর্ট ইস্যু, নবায়ন ও ডেলিভারিসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে,   নাগরিকরা তাদের হয়রানির অভিযোগ তুলে ধরেন। অভিযোগ শুনে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক তাদের কর্মকর্তাদের অবহেলার কথা স্বীকার করেন।

একই সঙ্গে, কোন প্রয়োজনে দালালদের শরণাপন্ন না হওয়ার পরামর্শ দেন তিনি। দালালদের দৌরাত্ম কমাতে কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।